বিবাহিত নারী (২৭)

বৈবাহিক প্রেমের সমর্থকরা আত্মপক্ষ সমর্থনের জন্য স্বেচ্ছায় সওয়াল করেন যে, এটা প্রেম নয় এবং সেটাই তাকে একটি বিস্ময়কর চরিত্র দান করেছে। কারণ, সাম্প্রতিক বছরগুলিতে বুর্জোয়ারা একটি মহাকাব্যিক শৈলী উদ্ভাবন করেছেন : দিনানুদৈনিকতা চেহারা নিয়েছে অ্যাডভেঞ্চারের, পারিবারিক ঘৃণা হয়েছে প্রেমের গভীরতম রূপ। আসল ব্যাপার হল, একে-অপরকে ঘৃণা করে চললেও একে-অপরকে ছেড়ে থাকতে না পারা দু-জন ব্যক্তির সম্পর্ক সমস্ত মানবিক সম্পর্কের মধ্যে সবচেয়ে সত্য বা সবচেয়ে মর্মস্পর্শী নয়, তা সবচেয়ে করুণ।

by চন্দন আঢ্য | 04 June, 2022 | 355 | Tags : Feminism The married women series twenty seven